স্টাফ রিপোর্টার : পশ্চিমবঙ্গের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনা তদন্তে বাংলাদেশে এসে পৌঁছেছে ভারতের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। চার সদস্যের এনআইএ দল আজ সোমবার বেলা ১১টার দিকে ঢাকায় পৌঁছায়।

এর আগে এনআইয়ের বাংলাদেশে আসার কথা রবিবার সাংবাদিকদের জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এনআইএর চার সদস্যের একটি দল সোমবার বাংলাদেশে আসবে। তাদের সহযোগিতা করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে একটি কমিটি করে দেওয়া হবে। কমিটি এনআইএ সদস্যদের সঙ্গে থেকে সহায়তা করবে।’
প্রতিমন্ত্রী আরো বলেন, ‘জঙ্গিবাদ নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন নয়। তবে এসব বিষয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতা করবে সরকার।’

প্রসঙ্গত, গত ২ অক্টোবর পশ্চিমবঙ্গের বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণে দুজন নিহত হয়। ওই বিস্ফোরণের ঘটনার সঙ্গে বাংলাদেশের জঙ্গিরা জড়িত বলে সন্দেহ করছে ভারত।

(ওএস/এইচআর/নভেম্বর ১৭, ২০১৪)