রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে  উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাঙালী সাংস্কৃতির ধারক ও বাহক পহেলা বৈশাখ। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে আজ রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এক আলোচনা সভায় মিলিত হয়।

বাঙালীয়ানা সাজ ও হারিয়ে যাওয়া গ্রামীণ লোকজ ঐতিহ্য নিয়ে বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন শোভাযাত্রায় অংশ নেয়। এছাড়া দিবসটি উপলক্ষে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে বাঙালী জাতির পুরাতন ইতিহাস ও লোকজ ঐতিহ্য নিয়ে বিভিন্ন স্টলের মাধ্যমে ৩দিন ব্যাপি বৈশাখ মেলা উদ্বোধন করা হয়েছে।

এ ছাড়া দিবসটি উৎযাপন উপলক্ষে ’৭১ এর বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ কমিটির আয়োজনে সকাল ১০টায় শহরের পোষ্ট অফিস মোড়ে একটি জাতীয় দৈনিকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনটির আহবায়ক সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংগঠণটির সদস্য সচীব অ্যাড. ফাহিমুল হক কিসলু, জাসদ নেতা অধ্যক্ষ আশেক ই এলাহী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হেনরী সরদার, বাসদ নেতা কলেজ শিক্ষক নিত্যানন্দ সরকার, অ্যাড. খগেন্দ্রনাথ ঘোষ, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির নেতা কলেজ অধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতা স্বপন কুমার শীল, সাংবাদিক রঘুনাথ খাঁ, কলেজ শিক্ষক ফজলুল হক, উদীচি নেতা ছিদ্দিকুর রহমান, জাসদ নেতা প্রভাষক ইদ্রিস আলী, ওবায়দুস সুলতান বাবলু, , বাংলাদেশ কংগ্রেসের অ্যাড. ইয়ারুল হক, তৃণমূল বিএনপি’র কবি রুবেল, প্রথম আলো বন্ধুসভার কর্ণ বিশ্বাস প্রমুখ।

বক্তারা বলেন, মৌলবাদি শক্তির কাছে সরকার মাথানত করেছে। পাঠ্য বই থেকে বেছে বেছে হিন্দু ধর্মীয় লেখকদের না বাদ দেওয়া হচ্ছে। যারা উৎসব ভাতা নিচ্ছেন তারাই আবার পহেলা বৈশাখের অনুষ্ঠানকে বিরোধিতা করছেন। সরকার একদিকে মাইক্রোফোনের ব্যবহার কমিয়ে সন্ধ্যা ৬ টার মধ্যে পহেলা বৈশাখের অনুষ্ঠান শেখ করতে বলেছেন, অপরদিকে উচ্চস্বরে মাই বাজিয়ে ওয়াজ মাহফিল চলছে। এ ছাড়া সভায় আগামি ২১ এপ্রিল শহরের কাটিয়ার দীনেশ কর্মকারের জমিতে থাকা বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিসৌধ নির্মাণের ব্যাপারে উদ্ভুত পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

(আরকে/এসপি/এপ্রিল ১৪, ২০২৪)