গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারী ও শিক্ষার্থী সহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বাড়ি ঘর ভাংচুর ও হামলার ঘটনা ঘটে। 

রবিবার (১৪ এপ্রিল) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের দক্ষিণ ফুকরা গ্রামে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত ২১ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা বিভিন্ন ক্লিনিকে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আমিনুর মোল্যা ও ইনামুল শেখের মধ্যে বিরোধ চলে আসছিল । এরআগেও বেশ কয়েকবার সংঘর্ষ, হামলা ও জখমের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ এপ্রিল) দু’গ্রুপের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। রোববার ফজরের নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন আমিনুর মোল্যার সমর্থক আফিদুল। তাকে এনামুল শেখের সমর্থকরা মারধর করে। এ ঘটনাকে কেন্দ্র করে দু’গ্রুপের লোকজন ঢাল-সড়কি, রামদা, টেঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় তারা কমপক্ষে ১০টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। তিন ঘন্টাব্যাপী দফায় দফায় চলা সংঘর্ষে নারী ও শিক্ষার্থীসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমিনুর মোল্যা ও ইনামুল শেখ গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারী ও শিক্ষার্থীসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করা হয়েছে।

(টিবি/এসপি/এপ্রিল ১৪, ২০২৪)