স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকূপায় আদিবাসী সম্প্রদায়ের দু'গ্রুপের মধ্যে সংঘর্ষে স্বাধীন বিশ্বাস নামের এক যুবক নিহত হয়েছে। রবিবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভগবাননগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্বাধীন বিশ্বাস ওই গ্রামের সুনিল বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানায়, রবিবার রাত সাড়ে ১০টার দিকে ভগবাননগর গ্রামের আদিবাসী সম্প্রদায়ের দুপক্ষের মধ্যে চড়ক পূজা অনুষ্ঠানের আয়োজন নিয়ে বাক-বিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যয়ে ওই গ্রামের অতুল বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাস ও পুতুল বিশ্বাসের ছেলে শিপন বিশ্বাস লাঠি দিয়ে স্বাধীন বিশ্বাস ও তার পিতা সুনিল বিশ্বাসের উপর চড়াও হয় এবং লাঠি দিয়ে আঘাত করে। এতে স্বাধীন বিশ্বাস গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে রাত দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় স্বাধীন মারা যান।

এ তথ্য নিশ্চিত করে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় রিপন বিশ্বাস ও শিবু বিশ্বাস নামে দুজনকে পুলিশ রাতেই গ্রেফতার করেছে। নিহতের পিতা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন।

(একে/এসপি/এপ্রিল ১৫, ২০২৪)