খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে প্রশিক্ষণের সময় গ্রেনেড বিস্ফোরণে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই সদস্য নিহত হওয়ার ঘটনা তদন্তে কাজ শুরু করেছে গঠিত কমিটি।

তদন্ত কমিটির কর্মকর্তারা সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কমিটির প্রধান ও খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল খালেকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, কমিটিকে আগামী ৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কমিটির অপর তিন সদস্য হলেন- লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান, মেজর রবিউল ইসলাম এবং গোলাবারুদ ও গ্রেনেট বিশেষজ্ঞ মেজর আমির হোসেন।

প্রসঙ্গত, রবিবার সকাল সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি সেনা রিজিয়নের প্রশিক্ষণ কেন্দ্রে গ্রেনেড বিস্ফোরণে বিজিবির দুই সদস্য নিহত হন। এ ঘটনায় আরও চার সদস্য আহত হন।

দুই বিজিবি সদস্যের জানাজা শেষে রাতেই নিজ নিজ গ্রামের বাড়িতে লাশ পাঠানো হয়।

(ওএস/এইচআর/নভেম্বর ১৭, ২০১৪)