স্টাফ রিপোর্টার : বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ দলের ৪২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা তুলে নিয়ে তাদের মুক্তি দাবি করেছেন। তিনি বলেছেন, ১৯৭৫ সালের প্রাথমিক বাকশাল টেকেনি। বর্তমানের সেকেন্ডারি বাকশালও টিকবে না।

সোমবার সকালে নয়াপল্ট বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনের গোপন খবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এইচ টি ইমাম ফাঁস করে দিয়েছেন। তার বক্তব্যে জনগণ বুঝতে পেরেছেন বর্তমান সরকার কীভাবে ক্ষমতায় এসেছে।’

সংবাদ সম্মেলনে অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

(ওএস/এইচআর/নভেম্বর ১৭, ২০১৪)