ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে সকালে আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ রশীদুল্লাহ, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, পৌর কমিটির সাধারণ সম্পাদক ও মেয়র ইসাহক আলী মালিথা, উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খানসহ দলীয়, অংগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এসময় উপস্থিত ছিলেন।

সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার টি এ রাহসিন কবীর। প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান।

বক্তব্য রাখেন, পরিষদের ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সলিমপুরের চেয়ারম্যান আবদুল মজিদ বাবলু মালিথা, সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ ও সাবেক সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু প্রমূখ।

বীর মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুধিজন সভায় উপস্থিত ছিলেন।

(এসকেকে/এসপি/এপ্রিল ১৭, ২০২৪)