দীপক চন্দ্র পাল, ধামরাই : ধামরাইয়ে রাম নবমী উৎসব পালিত হয়েছে। আজ বুধবার দুপুরে রাম দেবতার পুজা ও বিভিন্ন কর্মসুচির পালন করে বিশ্ব হিন্দু পরিষদের ধামরাই শাখার পক্ষ থেকে। এ উৎসবে ভক্ত নারী পুরুষের ঢল নামে। 

দুপুরে দেশের হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উপসনালয় ধামরাই মাধব মন্দির সংলগ্ন শ্রীশ্রী মদন মোহন ও শিব মটে রাম দেবতার পুজা অনুষ্ঠিত হয়। পূজা শেষে রাম দেবতার স্মরনে এক মঙ্গল শোভাযাত্রা বের করে। শোভাযাত্রায় হিন্দু সম্প্রদায়ের শত শত ভক্ত নারী পুরুষ অংশ নেন। বেলা তিনটায় শোভাযাত্রাটি মাধব মন্দির চত্তর থেকে বের হায়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় মন্দিরে এসে শেষ করে।

বিকেলে বিশ্ব হিন্দ পরিষদের ধামরাই শাখার সভাপতি স্বপন রায় মৌলিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শ্রী খগেশ চন্দ্র রাজবংশী,জগদিশ চন্দ্র সরকার,বিশ্ব হিন্দ পরিষদের ধামরাই শাখার সাধারন সম্পাদক সন্তোষ বণিকসহ আরো অনেকে।

অুনষ্ঠান শেষে আগত সকল ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরন করা হয়।দেবতা রাম চন্দ্রের পুজা অনুষ্ঠানটি পুরোহিত্য করেছেন উজ্জ্বল গাঙ্গুলী।

(ডিসিপি/এসপি/এপ্রিল ১৭, ২০২৪)