বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুরের রাজৈরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে রাজৈর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতাল বাস্তবায়নে ও প্রাণিসম্পদ ও বেইলি উন্নয়ন প্রকল্প এর সহযোগিতায় প্রাণিসম্পদ সেবা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকালে রাজৈর উপজেলা হ্যালীপ্যাড এ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন সূচনার মাধ্যমে প্রাণিসম্পদ সেবা ও সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ অনুষ্ঠিত হয়।

প্রদর্শনী তে বিভিন্ন পশূ পাখি ঘাস চাষী, ঔষধ কোম্পানী এর ২৬ টি স্টল, ৫০ জন খামারি, ঘাস চাষী ও ঔষধ কোম্পানীর রিপ্রেজেন্টেটিভ অ়ংশ নেয়।

প্রাণিসম্পদ ও সেবা সপ্তাহ ও প্রদর্শনী তে রাজৈর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপমা ফারিসা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য, রাজৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেখ ফজলুল হক বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান, সেলিনা আক্তার,

অন্যান্য দল মধ্যে বক্তব্য রাখেন, রাজৈর থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ, রাজৈর উপজেলা কৃষি কর্মকর্তা, শাস্বতী দেবনাথ।

এছাড়াও উপস্থিত ছিলেন, রাজৈর উপজেলা সমবায় কর্মকর্তা মোহসীননুজ্জামান, রাজৈর উপজেলা মাধ্যমিক একাডেমী সুপারভাঈজার ননিগোপাল ঘোষ, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও ঔষধ কোম্পানীর কর্মকর্তা বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ৫০ জন বিভিন্ন পশু পাখি খামারি, ঘাস চাষীও ঔষধ কোম্পানীর রিপ্রেজেন্টেটিভবৃন্দ।

(বিডি/এসপি/এপ্রিল ১৮, ২০২৪)