রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য আব্দুল কাদের আজাদ ওরফে এ কে আজাদ বলেছেন, ‘ফরিদপুরে প্রাণিসম্পদ উদ্যোক্তা বাড়াতে সবাইকে একযোগে কাজ করতে হবে।’

আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় ফরিদপুরের মহিম ইন্সটিটিউশন মাঠে অনুষ্ঠিত প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ এর উদ্বোধন পরবর্তী আলোচনা সভার প্রধান অতিথি'র বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

এ কে আজাদ জানান, ‘শুধু সরকারি কর্মকর্তারা আন্তরিক হলে হবেনা, আমাদেরও এই বিষয়ে আরও আন্তরিক হতে হবে।’

তিনি আরও বলেন, 'জননেত্রী শেখ হাসিনার সরকার কৃষি ও প্রাণিসম্পদের প্রতি গুরুত্ব দিয়েছেন এবং এসব বিষয়ের উদ্দোক্তাদের অনেক সুযোগ সুবিধা দিয়েছেন। আপনাদের সেসব সুযোগ সুবিধা নিয়ে সফল উদ্দোক্তা হতে হবে।’

এসময় নিজে সফল হয়ে দেশ উন্নয়নে ভুমিকা রাখতে উপস্থিত উদ্দোক্তাদের প্রতি আহ্বান জানান এ কে আজাদ।

আগামী বছর থেকে এই প্রদর্শনী আরও বৃহত্তর পরিসরে ও সাধারণ জনগণের উপস্থিতি আরও বাড়ানোর সিদ্ধান্ত হয় আলোচনা সভায়।

এর আগে, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ফরিদপুর সদর, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় শহরের মহিম স্কুলের মাঠে এর উদ্বোধন করেন ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য একে আজাদ। এ সময় এ কে আজাদ বিভিন্ন স্টল ‌পরিদর্শন করেন।

উদ্বোধনের পর ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীম এর সভাপতিত্বে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি সংসদ সদস্য এ কে আজাদসহ আরও বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সঞ্জীব কুমার বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মিজানুর রহমান, জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি ও খামারি মালিক মো. আক্কাস হোসেন, ডেইরি ফার্মস অ্যাসোসিয়েশন এর সভাপতি কাজী কামরুল হোসেন প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা এস এম মান্নান। প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলায় ৩৯টি স্টল অংশ নেয়। এসময় আটটি পৃথক পৃথক ক্যাটাগরিতে প্রদর্শনীতে অংশগ্রহণকারী স্টল মালিকদের পুরস্কার প্রদান করা হয়।

(আরআর/এসপি/এপ্রিল ১৮, ২০২৪)