বগুড়া প্রতিনিধি : বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন বগুড়া জেলা শাখার উদ্যোগে ১৭ নভেম্বর চারমাথা সেঞ্চুরী মোটেলে দিনব্যাপি গ্রান্ড সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, নাটোর  ও গাইবান্ধা জেলা ৩ শতাধিক শ্রমিক নেতৃবৃন্দ এ সেমিনারে অংশগ্রহন করে।

সকাল ১০ টায় সেমিনারের উদ্বোধন করেন বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন সভাপতি তোফাজ্জল হোসেন বাগু। বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন বগুড়া জেলা সভাপতি মাহমুদ শরীফ মিঠু’র সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নেদারল্যান্ডের শ্রমিকনেতা ব্রাদার এ্যালবার্ট ব্রুগম্যান, বিশেষ অতিথি ছিলেন মিসেস ব্রুগম্যান, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম হিটলু। বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি মোহাম্মদ হোসেন ফকু, সাজেদা বেগম, আশরাফুল ইসলাম, এসএম বাদল, বগুড়ার সাধারণ সম্পাদক হাজী শহিদুল ইসলাম সওদাগর, শ্রমিকনেতা হেলাল উদ্দিন, হানিফ মিয়া, মোয়াজ্জেম হোসেন, নুরুল ইসলাম, মনসুর রহমান, ফারুক আহমেদ পিটু, এড. আব্দুস সালাম, ইব্রাহিম হোসেন, আব্দুস সালাম বাবু, আবু জাকির হোসেন মিঠু, আ: রশিদ সাল্লু, আজাদ, পাশা, টিপু, ফজলী বেগম, তানজিলা, রিনা বেগম প্রমুখ। সেমিনারে বক্তারা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের কার্যক্রম গতিশীল করার আহবান জানান। বন্ধ কলকারখানা চালুসহ বেকার শ্রমিকদের কর্মসংস্থানে পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ঠদের প্রতি আহবান জানানো হয়। বিকেলে সেমিনার শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

(এএসবি/এএস/নভেম্বর ১৭, ২০১৪)