নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : সোমবার ময়মনসিংহের নান্দাইলে যথাযোগ্য মর্যাদায় ‘নান্দাইল শহীদ দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ নামের একটি সামাজিক সংগঠন শহীদদের কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ, কালো ব্যাজ ধারণসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।

সকাল ১১ টায় একটি শোক শোভাযাত্রা জেলা ডাকবাংলোর সামনে থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে ওই সংগঠনের কর্মী, মুক্তিযোদ্ধা, ছাত্রজনতাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করে।


শোভাযাত্রা শেষে চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ এর আহ্বায়ক মো. আল-আমিন ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাযহারুলহক ফকির।

বক্তব্য রাখেন উপজেলা ডেপুটি কমান্ডার আব্দুল কাইয়ূম, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দীন, প্রজন্ম’ ৭১ এর সভাপতি আজিজুর রহমান ভূইয়া বাবুল, নান্দাইল সদর প্রেসক্লাবের সভাপতি হান্নান মাহমুদ, মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূইয়া, প্রজন্ম ‘ ৭১ এর সাধারণ সম্পাদক খায়সারুল আলম ফকির রাসেল, মো. শহীদুল্লাহ শহীদ, হাফিজুর রহমান রিপন ও ফয়সাল ফকির ও শফিকুল ইসলাম প্রমুখ।

(এপি/এএস/নভেম্বর ১৭, ২০১৪)