আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক একেএম শফিউল ইসলামকে হত্যার প্রতিবাদে সোমবার দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

বরিশল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে মানববন্ধন চলাকালীন সময় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন ড. মো. মুসাসিন উদ্দিনের সভাপতিত্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষক সমিতির সভাপতি সফিউল আলম তার বক্তব্যে বলেন, এ হত্যাকান্ড স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবিরের কর্মীদের পরিকল্পিত। তারা চাচ্ছে মুক্তিযোদ্ধা শক্তিকে ক্ষীণ করতে। এর আগেও এমন হত্যাকান্ডের শিকার হয়েছেন প্রগতিশীল শিক্ষকেরা।
তিনি আরো বলেন, মানুষ গড়ার কারিগর শিক্ষকদের যদি এমন নির্মম হত্যার শিকার হতে হয় তাহলে দেশ অন্ধকারের দিকেই প্রবাহিত হবে। এমনটাই চাচ্ছে জামায়াত-শিবির ও তাদের মদদদাতারা। বক্তারা অনতিবিলম্বে খুনীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তানভির কায়ছার, সহকারী অধ্যাপক আফরোজা খানম তানিয়া প্রমুখ।

(টিবি/এএস/নভেম্বর ১৭, ২০১৪)