বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুরে নবগঙ্গা নদীর তীরে অবস্থিত নহাটা কেন্দ্রীয় শ্মশান কালী বাড়ী মন্দিরের ঘাট পরিদর্শন করলেন উপজেলা প্রশাসন। 

স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা জানান, জনদুর্ভোগ থেকে রক্ষা পেতে মন্দিরের এই ঘাটটি নির্মাণ করা হলে, কাদা, পচা কচুরি পানা ও নদীতে গঙ্গা পূজা স্নান পর্যন্ত করতে পারবে হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষেরা।

আজ দুপুরে শত বছরের ঐতিহ্যবাহী নহাটা শ্মশান কালী বাড়ি মন্দিরে নদীর ঘাট পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. আবু আব্দুল্লাহেল কাফী, উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী লিটন, নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৈয়েবুর রহমান তুরাপ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী কানু তেওয়ারী, নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই অর্জুন দাস, নহাটা কেন্দ্রীয় শ্মশান কালী বাড়ী মন্দির কমিটির সভাপতি অশোক ঘোষ, সাধারণ সম্পাদক মধুসূদন বিশ্বাস, অবসরপ্রাপ্ত শিক্ষক শৈলেন্দ্রনাথ মজুমদার, চন্দন শিকদার, ডাঃ রাজ কুমার বিশ্বাস প্রমূখ।

সবশেষে উপস্থিত অতিথিবৃন্দ মন্দির প্রাঙ্গণে উন্মুক্ত আলোচনা করেন এবং কালি বাড়ী মন্দিরের নদীর ঘাটটি তৈরি করে দেওয়ার জন্য আশ্বাস প্রদান করেন। এ সময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(বিএস/এসপি/এপ্রিল ২০, ২০২৪)