সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে চোরদের খপড়ে কবলে পড়ে শরণখোলা হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ ব্যক্তি ভর্তি হয়েছেন। গত শুক্রবার (১৯ এপ্রিল) রাতে পাশ্ববর্তী মোরেলগঞ্জ উপজেলার বানিয়াখালি গ্রামে দুটি বাড়িতে চোরেরা চেতনা নাশক অষুধ মিশিয়ে দেয়া খাবার খেয়ে তারা অচেতন হয়ে পড়েন। এসময়ে ওই দুই বাড়ি থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায়। 

শরণখোলা হাসপাতালে ভর্তিরা হচ্ছেন, হাবিবুর রহমান হাওলাদার, মামুনুর রশিদ, ফেরদৌস, জ্বীন, হাসান হাওলাদার, তিতাস হাওলাদার, আশ্রফুল হাওলাদার, সাকিবুল হাওলাদার, মোঃ নাইম, নারায়ন চৌকিদার, মোঃ শামিমা আক্তার, হিরা আক্তার, আখি আক্তার, মারিয়া আক্তার, শ্যামলী রানী।

শরণখোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই গৃহকর্তা হাবিবুর রহমান হাওলাদার ও নারায়ন চৌকিদার জানান, তারা রাত ১০টার দিকে তারা ভাত খেয়ে ঘুমিয়ে পরেন। সকালে তাদের ঘুম ভাঙ্গলেও বিছানা থেকে উঠতে পারছিলেন না। এছাড়া ঘরের মালামাল এলোমেলো হয়ে পড়ে ছিল। পরে পাশ্ববর্তী বাড়ির লোকজন এসে তাদের শরণখোলা হাসপাতালে ভর্তি করেন। তাদের ধারনা চোরচক্র কোন এক সময় তাদের খাবারের সাথে চেতনা নাশক কিছু মিশিয়ে রেখে গেছে। এরপর ওই দুই বাড়ির স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ ইএচ এম কামরুজ্জামান বলেন, ঘটনাটি যেহেতু পাশ্ববর্তী মোরেলগঞ্জ উপজেলার মধ্যে পড়েছে তাই এ ব্যপারে মোরেলগঞ্জ থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহন করবেন।

(এস/এসপি/এপ্রিল ২০, ২০২৪)