বগুড়া প্রতিনিধি:বগুড়ার ধুনটে পরকিয়া প্রেমের অভিযোগে প্রেমিক মন্টু মন্ডলকে পিটিয়ে ও গলায় ফাঁস দিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। নিহত মন্টু’র পিতা আব্দুস সামাদ মামলার বাদী হয়েছেন।

রবিবার রাতে দায়ের করা মামলায় পুলিশ গৃহবধূ লাকী আকতার ও তার শ্বাশুড়ী মনোয়ারা বেগমকে গ্রেফতার করেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, মামলায় পশ্চিম ভরনশাহী গ্রামের মন্টু মল্লিককে প্রধান করে ১২জন নামীয় ও ৫জন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করা হয়েছে। মামলার আসামী পরকিয়া প্রেমিকা লাকী আকতার ও তার শ্বাশুড়ী মনোয়ারা বেগমকে রোববার বিকেলে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের জয়নাল মল্লিকের ছেলে মন্টু মল্লিক একজন রিক্সা চালক। পাশের গ্রামের আব্দুস সামাদের ছেলে মন্টু মন্ডল ট্রলি চালক।

নামের মিল থাকায় দু’জনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। এক পর্যায়ে মন্টু মল্লিক বন্ধুকে বাড়ীতে এনে স্ত্রী’র সাথে পরিচয় করিয়ে দেয়। এই পরিচয়ের সুবাদে বন্ধুর বউ এর সাথে পরকিয়া প্রেমের সম্পর্ক সৃষ্টি করে মন্টু মন্ডল।

গত শনিবার রাতে বন্ধুর অনুপস্থিতিতে পরকিয়া প্রেমিকার সাথে দেখা করতে গেলে তাকে আটক করা হয়। এক পর্যায়ে মন্টু মন্ডলকে পিটিয়ে ও গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়।

(এএসবি/এসসি/নভেম্বর১৭,২০১৪)