দীপক চন্দ্র পাল, ধামরাই : ধামরাইয়ে মন্দিরে  ২৪ প্র্রহর উৎসব পালন উপলক্ষে ১২ দিন ব্যাপী শ্রীমদ্ভাগবত পাঠ শুরু হয়েছে। ১২ এপ্রিল থেকে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত চলবে এ শ্রীমদ্ভাগবত অনুষ্ঠান। গত রাতে ব্যাপক আয়োজনে শ্রীমদ্ভাগবত পাঠ করেছেন প্রখ্যাত পাঠক সুদেবী গোস্বামী। ভক্ত নারী পুরুষের উপস্থিতে ধর্মীয় ভাব গাম্ভীর্য  ও উৎসব ভাব বিরাজ করে।

আগামী ২৬ এপ্রিল থেকে এদেশের অন্যতম তীর্থস্থান ধামরাইয়ে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উপাশনালয় চার শতাধিক বছরের পুরোনো ঐতিহ্যবাহী রথ ও মাধব মন্দির সংকীর্ত্তন কমিটির আয়োজনে ১৮০ তম সপ্তাহ ব্যাপী বার্ষিক মহানামযজ্ঞ, অষ্টকালীন লীলা কীর্ওন, মহোৎসব ও তার মেলা শুরু হবে।

এসময় হাজারো ভক্তবৃন্দের উপস্থিতি ঘটবে। উৎসবকে কেন্দ্র সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে।

মাধব মন্দির সংকীর্ত্তন কমিটির সভাপতি সমাজ সেবক শ্রী প্রাণ গোপাল পাল বলেন ২৬ এপ্রিল থেকে ২৮ এট্রিল পর্যন্ত চলবে মহা নামযজ্ঞ অনুষ্ঠান। ২৯ এট্রিল অনুষ্ঠিত হবে ভগবান শ্রীকৃঞ্চের লীলা কীর্তন অনুষ্ঠান।

প্রাণ গোপাল পাল বলেন বার্ষিক এই উৎসবে প্রতি বছরের মতো এবারো দেশের ভিভিন্ন স্থান আটটি প্রখ্যাত কীর্তনিয়া দল অংশ নিবে। ২৮ এপ্রিল উৎসবের সবচেয়ে আকর্ষণীয় ভগবান ¤্রীকৃঞ্চের লীলা সরন উৎসব ও কীর্তন পরিবেশন করবেন প্রখ্যাত লীলা কীর্র্তরীয়া দল।

উৎসবে হাজারো ভক্তবৃন্দর উপস্থিতিকে কেন্দ্র করে নিরাপত্তা বিষয়ে পুলিশ প্রশাসন কড়া নিরপত্তা ব্যবস্থা নিয়েছে বলে জানান বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদের ঢাকা জেলা কমিটির সাধারন সম্পাদক শিক্ষক শ্রী নন্দ গোপাল সেন।

উৎসব কমিটির সাধারন সম্পাদক কল্লোল সেন জানান উৎসবের এ কয় দিন শতাধিক মন চাল-ডাল রান্নার আয়োজন রাখা হয়েছে আগত হাজারো ভক্ত-নর নারীদের মাঝে,উৎসবের এ কয়দিন প্রসাদ বিতরন করা হবে।

বাৎসরিক এই চব্বিশ প্রহর উৎসব উপলক্ষে আলোক সজ্জা করা হয়েছে, মন্দিরের বাহিরে বহু দোকান প্রসার বসেছে। হাজারো ভক্ত নর-নারীর মিলন মেলায় এই উৎসবকে কেন্দ্র করে উৎসব মূখর পরিবেশ বিরাজ করছে ধামরাই এলাকায়।

(ডিসিপি/এসপি/এপ্রিল ২২, ২০২৪)