বগুড়া প্রতিনিধি: সোমবার রাত ৮ টায় বগুড়ার  সারিয়াকান্দিতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পৌর এলাকার হিন্দুকান্দি মোড়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলি আজগরের সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন।

বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ এএসএম ওয়াহেদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম হিরু, সাংবাদিক খায়রুল আলম, মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ইউনুছ আলী, উপজেলা যুবদলের সভাপতি ইকবাল কবির পলাশ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম মুনু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, মাদক বিক্রেতা দিলবর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আলমগীর শাহী সুমন বলেন, তরুণ যুব সমাজ মাদকের ভয়াবহ ছোবলে ধ্বংসের দ্বারপ্রান্তে। এতে করে নষ্ট হয়ে যাচ্ছে সম্ভাবনাময় যুবশক্তি। মাদকের কারনে সমাজে বেড়েই চলেছে অপরাধ। তাই মাদকের সাথে কোন আপোষ নেই, মাদক ক্রেতা-বিক্রেতারা যত শক্তিশালী হোকনা কেন তাদের প্রতিরোধ করা হবে। মাদকের বিরুদ্ধে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রতিরোধ গড়তে হবে।

মাদক বিরোধী অভিযান আরো বেগবান করে সমাজকে মাদক মুক্ত করতে তিনি আহবান জানান।

তরুণ যুব ও ছাত্রসমাজকে মাদক থেকে দূরে রাখতে পৌর এলাকার ৯টি ওয়ার্ডে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ড শুরু হবে বলে প্রধান অতিথি সমাবেশে প্রত্যয় ব্যক্ত করেন।

(এএসবি/এসসি/নভেম্বর১৭,২০১৪)