বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে অগ্নিকাণ্ডে ১৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় অন্তত ৩৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

শুক্রবার ভোর ৪টার দিকে বান্দরবান সদরের উজানী পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, উজানী পাড়ার একটি ফার্নিচারের দোকানের চুল্লি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

দমকল বাহিনী সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বান্দরবান পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর দিলীপ কুমার বড়ুয়া জানান, ভোররাতে অগ্নিকাণ্ড ঘটায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। পুড়ে যাওয়া ১৫টি পরিবারের অধিকাংশই শুধুমাত্র নিজেদের পরনের কাপড় ছাড়া আর কিছু রক্ষা করতে পারেননি। এ ঘটনায় আনুমানিক ৩৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, বান্দরবান জেলা প্রশাসক কে.এম তারিকুল ইসলাম, পৌর মেয়র মোহাম্মদ জাবেদ রেজাসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

(ওএস/এইচআর/মে ০২, ২০১৪)