বগুড়া প্রতিনিধি: বগুড়ায় পুলিশের বিশেষ অভিযানে জামায়াত নেতাসহ ১০২ জন গ্রেফতার হয়েছে। মঙ্গলবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে থানা পুলিশ ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার করে। 

প্রতি রাতেই জেলার বিভিন্ন উপজেলায় এ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে বিভিন্ন মামলার আসামীদের গ্রেফতার অভিযান অব্যহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় ওয়ারেন্ট রয়েছে, এছাড়া ভাঙচুর, নাশকতার মামলাসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেফতার করা হয়েছে।

বগুড়ার সিনিয়র সহকারি পুলিশ সুপার উজ্জল কুমার রায় জানান, মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে জেলার সদর থানায় ৩৬ জন, সোনাতলায় ৩, গাবতলীতে ১২, সারিয়াকান্দিতে ৩, ধুনটে ৭, শেরপুরে ৮, নন্দীগ্রামে ১, আদমদীঘিতে ৪, দুপচাঁচিয়াতে ৪, কাহালুতে ২, শাজাহানপুরে ১১, শিবগঞ্জ ৯ এবং ডিবি পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় ওয়ারেন্ট রয়েছে। বগুড়া সদর থানার এসআই আনোয়ার হোসেন জানান, সদর থানা পুলিশ মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে ৩৬ জনকে গ্রেফতার করেছে।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্য আব্দুল মান্নান জানান, নিয়মিত মামলার আসামীসহ, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টমুলে জামায়াত নেতাসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে গ্রেফতারকৃত জামায়াত নেতা বনানী এলাকায় যুবদলনেতা ইউসুফ হত্যাসহ ভাঙচুর মামলার আসামী।

পুলিশের দায়িত্বশীলসুত্রে জানা গেছে, বিশেষ অভিযান অব্যত থাকবে।



(এএসবি/এসসি/নভেম্বর১৮,২০১৪)