সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : মহানবী হযরত মুহাম্মদ (সা:) ও চার খলিফা নিয়ে ফেজবুকে কটুক্তি করায় মুরাদ নামে এক মুসলিম যুবক ফাঁসির দাবীতে বাগেরহাটের কচুয়ায় বিক্ষোভ সমবেশ করেছেন ধর্মপ্রান মুসলমানরা। আজ বুধবার সকাল সকালে বাগেরহাটের কচুয়া উপজেলা সদরে এই বিক্ষোভ সমবেশ অনুষ্ঠিত হয়। 

কচুয়া উপজেলা সদরে দুসপ্তাহ আগে মুরাদ হোসেন নামে এক মুসলিম যুবক মহানবী হযরত মোহাম্মদ (সা:) ও চার খলিফাকে নিয়ে ফেজবুকে কটুক্তি করে স্টাটাস দিলে তা ভাইরাল হয়ে যায়। এনিয়ে এলাকায় চরম উত্তোজনা ছড়িয়ে পড়লে পুলিশ দ্রুত তাকে আটক করে জেল হাজতে পাঠায়। কয়েকদিন পর আটক মুরাদ ছাড়া পেলে তার জামিন বাতিল ও ফাঁসির দাবীতে কচুয়া উপজেলা ইমাম ওলামা পরিষদ বুধবার সকালে এই বিক্ষোভ সমবেশ করে।

বিক্ষোভ সমবেশে কচুয়া উপজেলা ইমাম ওলামা পরিষদের সাধারন সম্পাদক মুফতি সরদার ইমরান হুসাইন, কচুয়া ইউপি চেয়ারম্যান শিকদার হাদি উজ্জামান, কচুয়া প্রেক্লাবের সাধারন সম্পাদক কাজি সাঈদ, কচুয়া কাওমী মাত্রাসার নায়েবে মোহতামিম মাওলানা মঈনুল ইসলাম, বাজার জামে মসজিদের খতিব মো. শাহ্ আলম, হাজরাবাড়ি জামে মসজিদের পেশ ইমাম মুফতি মো. মাসুম বিল্লাহ বক্তব্য রাখেন।

(এস/এসপি/এপ্রিল ২৪, ২০২৪)