রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ টাকার চায়না দুয়ারি জাল ও কারেন্ট জাল জব্দ করেছে ফরিদপুর সদর নৌ পুলিশ। এ সময় এসব জাল রাখা ও ব্যবহারের অপরাধে ২ ব্যক্তিকে আটক করেন তারা।

ফরিদপুর সদরের নৌ পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকালে ফরিদপুর সদর উপজেলার নর্থ চানেল ইউনিয়নের আলেক খা ডাঙ্গির দুলাল মৃধার বাড়িতে নৌ পুলিশ ফাঁড়ি ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমানের নের্তৃত্বে একটি অভিযান চালানো হয়। এ সময় নর্থচ্যানেল ইউনিয়নের মো. মোহর মৃধার ছেলে দুলাল মৃধা (৫০) ও দুলার মৃধার ছেলে শিপন মৃধা (২৫) আটক করে পুলিশ।

ফরিদপুরের নৌ পুলিশ ফাঁড়ি ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, 'আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, 'ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল রয়েছে। এখানে অভিযান চালিয়ে প্রায় ৬ লক্ষ টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল উদ্ধার ও জব্দ করি। এ সময় আমরা ২ জনকে আটক করি। গ্রেফতারকৃত বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, এদেশে চায়না দুয়ারি জাল ও কারেন্ট জাল ব্যাবহার করে মাছ শিকার করা সরকারি ভাবে নিষিদ্ধ ও আইনত অপরাধ। কারণ, এই চায়না দুয়ারি জাল ও কারেন্ট জালে মাছ ছাড়াও, পানিতে থাকা অনেক প্রাণি ধরা পড়ে মারা যায়। যা জলজ পরিবেশ ভারসাম্য রক্ষার অন্তরায়।

(আরআর/এএস/এপ্রিল ২৫, ২০২৪)