মোঃ শাজনুস শরীফ, বরগুনা : বরগুনা জেলার আমতলী উপজেলার ‘একে স্কুল’ সলাগ্ন চৌরাস্তা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা উচ্ছেদ অভিযান পরিচালনা করে মহাসড়কের দু-পাশে থাকা সরকারি জমি দখল করে তৈরি করা প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।

বুধবার (২৪ এপ্রিল) বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম সম্পূর্ণ অভিযানটি পরিচালনা করেন।এ সময় উপস্থিত ছিলেন আমতলী পৌরসভার মেয়র মোঃ মতিয়ার রহমান,উপজেলা সহকারী কমিশনার ভুমি তারেক হাসান।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আশরাফুল আলম বলেন, সরকারি জমি দখল করে রাখায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ছাড়াও (ঢাকা-কুয়াকাটা) যাওয়ার মহাসড়কে চলাচলকরা যানবাহন যাতে এখানে দুর্ঘটনার কবলে না পড়ে সেজন্যও এই অভিযান পরিচালনা করা হয়।

পথচারীদের ‘একে স্কুল’ সলাগ্ন চৌরাস্তা এলাকার মহাসড়ক থেকে চলাচল করতে যাতে দুর্ঘটনার কবলে পড়তে না হয় সেজন্য দ্রুত ফুটওভার ব্রিজ তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়ে আমতলী পৌরসভার মেয়র মোঃ মতিউর রহমান বলেন, আমার শহরের জনগণ এ মহাসড়ক থেকে চলাচল করতে গিয়ে যাতে দুর্ঘটনার কবলে না পরে সেজন্য যত দ্রুত সম্ভব আমি এখানে একটি ফুটওভার ব্রিজ তৈরি করে দিবো। নিরাপদ সড়ক ও দুর্ঘটনা এড়াতে শুধু ফুটওভার ব্রিজ নির্মাণই সমাধান।

(এসএস/এএস/এপ্রিল ২৫, ২০২৪)