গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্যাপুর থানার এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) স্কুল পড়ুয়া মেয়েকে (১৫) অপহরণের পাঁচ মাস পর ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

ঢাকার কেরানীগঞ্জ এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে সোমবার গভীর রাতে তাকে উদ্ধার করা হয়। এর আগে সাভার থেকে অপহরণকারী রিপন সরকারকে (২০) গ্রেফতার করা হয়।

গ্রেফতার রিপন সরকার জেলার সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের কামারপাড়া গ্রামের জুগপদ সরকারের ছেলে।

সাদুল্যাপুর থানার এসআই মোস্তাফিজার রহমান জানান, ৭ জুলাই সকালে ওই স্কুলছাত্রী প্রাইভেট পড়তে যাচ্ছিল। তখন রিপন সরকারসহ কয়েকজন বখাটে যুবক তাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ওই দিনই সাদুল্যাপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন তার বাবা। গোপন সংবাদের ভিত্তিতে অপহরণকারীর অবস্থান নির্ণয় করা হয়। পরে অভিযান চালিয়ে প্রথমে অপহরণকারী রিপন সরকারকে সাভার থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী স্কুলছাত্রীকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার করা হয়।

সাদুল্যাপুর থানার ওসি জিয়া লতিফুর রহমান বিষয়টি নিশ্চত করেছেন। তিনি জনান, রিপন সরকার ও স্কুলছাত্রীকে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে সাদুল্যাপুর থানায় নিয়ে আসা হয়। তারা থানা হেফাজতে রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে হাজির করা হবে বলেও জানান ওসি।

(ওএস/এইচআর/নভেম্বর ১৮, ২০১৪)