আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের গৌরনদী উপজেলার সাতটি ইউনিয়নের ভূমি অফিসে আজ বৃহস্পতিবার সকালে সার্বজনীন পেনশন স্কিমের হেল্প ডেস্ক ও রেজিস্ট্রেশন বুথ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খানের পরিকল্পনা ও দিকনির্দেশনায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সার্বজনীন পেনশন স্কিমের সুবিধা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সাতটি ইউনিয়নে হেল্প ডেস্ক ও রেজিস্ট্রেশন বুথ কার্যক্রমের উদ্বোধণ করেছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম।

“নিজের প্রয়োজনে পেনশন স্কিম” শ্লোগানকে ধারণ করে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খান সার্বজনীন পেনশন স্কিমে সকলকে অর্ন্তভূক্তির জন্য দীর্ঘদিন যাবতক উপজেলার আপামর জনগনকে উদ্বুদ্ধ করে আসছেন। তারই ধারাবাহিকতায় ইউনিয়নবাসীর ভোগান্তি লাঘবে সাতটি ইউনিয়নের ভূমি অফিসে সার্বজনীন পেনশন স্কিমের হেল্প ডেস্ক ও রেজিস্ট্রেশন বুথ স্থাপনের পরিকল্পনা করে বাস্তবায়ন চলছে।

(টিবি/এসপি/এপ্রিল ২৫, ২০২৪)