শেখ লিটন, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় তীব্র রোদের তাপ ও গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আজ শনিবার সকাল ৮টার পর থেকেই রোদের তাপ অস্বাভিক ভাবে বেড়ে যায়। সকাল ৯টার পর থেকে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করছে। বেলা যত বাড়ছে পাল্লা দিয়ে বাড়ছে রোদের তাপ। মানুষ স্বাভাবিকভাবে কাজকর্ম জীবন যাত্রায় ব্যাহত হচ্ছে।

চুয়াডাঙ্গা জেলায় মধ্য এপ্রিল পেরিয়ে আসার পর থেকেই রোদের তাপ উর্ধমুখি রয়েছে। তাপমাত্রা বেশিরভাগ দিনই ৪০ ডিগ্রি অতিক্রম করেছে। এখনও তা অব্যাহত রয়েছে। তাপের প্রভাবে ঝলসে যাচ্ছে চোখমুখ। রিকসা-ভ্যান চালক ও দিনমজুর শ্রেণীর মানুষদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। কাজের আশায় বাইরে এসে তারা কাজ করতে পারছেন না। খুব অল্প সময়ের মধ্যে গরমে হাপিয়ে উঠছেন।

সদর উপজেলার গাইদঘাট গ্রামের কৃষক ইন্তাজ আলী বলেন, তীব্র রোদ-গরমে কাজ করা যাচ্ছে না। এজন্য খুব সকালে মাঠে এসে কাজে যোগ দিতে হয়েছে। মাঠে এখন ধান কাটা মাড়াইয়ের কাজ রয়েছে। অনেক কৃষক পাটের জমি পরিচর্যা করছেন। তাদেরও খুব সকালে মাঠে আসতে হচ্ছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আজ শনিবার বেলা ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে। এই সময়ে বাতাসের আদ্রতা বেশি থাকায় জনজীবনে দুর্ভোগ ছিল বেশি।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল হাসান বলেন, চলতি এপ্রিল মালের শেষ দিন পর্যন্ত কোনো সুখবর নেই। বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তাপমাত্রা একই অবস্থানে থাকতে পারে। তাপমাত্রা বেড়ে যেতেও পারে।

(এসএল/এসপি/এপ্রিল ২৭, ২০২৪)