শেখ লিটন, চুয়াডাঙ্গা : দেশের সর্বোচ্চ রেকর্ড তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করেছে চুয়াডাঙ্গায়। আজ সোমবার দুপুর তিনটায় চুয়াডাঙ্গার আঞ্চলিক আবহাওয়া অফিস ৪৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ১৩ শতাংশ। 

বৈশাখের শুরু থেকেই কখনো মৃদু থেকে মাঝারি আবার কখনো তীব্র তাপদাহ থেকে অতি তীব্র তাপদাহ বয়ে চলছে চুয়াডাঙ্গার ওপর দিয়ে। কিন্তু চলতি মৌসুমের সব রেকর্ড ভেঙে এই জেলায় তাপমাত্রা সোমবার দাঁড়িয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াসে। তাপদাহ বয়ে চলেছে তীব্র আকারে। টানা এই তাপদাহে অতিষ্ঠ এই জেলার মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সূর্যের তাপ। তীব্র প্রখরতায় উত্তাপ ছড়ায় চারপাশে। নিম্ন আয়ের শ্রমজীবী মানুষেরা পড়েছেন চরম বিপাকে। এই তীব্র তাপদাহে সব শ্রেণি পেশার মানুষদের হা-হুতাশ করতে দেখা গেছে। রোদের প্রখরতা এতা বেশি যে রাস্তার পিচ গলতে শুরু করেছে। গরম বাড়ার সাথে সাথে চুয়াডাঙ্গা সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ছে। এসব ভর্তি হওয়া রোগীর ভিতরে শিশুর সংখ্যায় বেশি।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, চুয়াডাঙ্গার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে চলছে। এ অবস্থা আরও কিছুদিন চলতে পারে। তবে এখনই বৃষ্টি বা ঝড়ের সম্ভবনা নেই। আগামী দিন থেকে তাপমাত্রা আরও বাড়তে থাকে বলে আশঙ্কা করা হচ্ছে। দুপুর ৩ টা পর্যন্ত সারাদেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪৩.০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

(এসএল/এসপি/এপ্রিল ২৯, ২০২৪)