রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : আজ সোমবার বেলা ৩ টায় ফরিদপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস। এমন তীব্র তাপদাহে ফরিদপুর শহরের পথচারীদের একটু প্রশান্তি দিতে জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শরবত বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে ফরিদপুর শহরের থানার মোড় এলাকায় ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জহুরুল ইসলাম জনির নেতৃত্বে পথচারীদের মাঝে শরবত বিতরণ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

এসময় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি মো. মনিরুজ্জামান লাজুক, শহর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এটিএম তুহিন, শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মেহেদী চিশতি ও আকরাম সহ জেলা স্বেচ্ছাসেবক লীগ ও শহর স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ববৃন্দ।

এ বিষয়ে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহুরুল ইসলাম জনি উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, ‘যেকোন দুর্যোগ-সংকটে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ সব সময় জনগণের পাশে থাকে। এই গরমে মানুষকে চলার পথে একটু প্রশান্তি দিতে আজ ফরিদপুর শহরের থানার মোড় এলাকায় শরবত বিতরণ করেছিঅ আগামীকাল মঙ্গলবার থেকে ফরিদপুর শহরের অন্তত দু'টি জনবহুল জায়গায় শরবত বিতরণ করা হবে।

জনি আরও জানান, ‘তাপমাত্রা সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের এই কর্মসূচি নিয়মিত চলবে।’

(আরআর/এসপি/এপ্রিল ২৯, ২০২৪)