বৃষ্টির জন্য কুষ্টিয়ায় সালাতুল ইস্তিকার নামাজ আদায়
মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : তীব্র তাপ প্রদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য সালাতুল ইস্তিকার নামাজ আদায় করছে কুষ্টিয়ার মুসল্লিরা। নামাজ শেষে মহান সৃষ্টিকর্তার কাছে নিজেদের পাপের জন্য অনুতপ্ত ও ক্ষমা চেয়ে অঝোরে কেঁদে বিশেষ মোনাজাত করেন মুসল্লিরা।
সোমবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় কুষ্টিয়া ইসলামী কলেজ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২ শতাধিক নানা বয়সী মানুষ অংশ নেন। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন, কুষ্টিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মাদ আসাদুজ্জামান।
কুষ্টিয়ায় গত কয়েক সপ্তাহ ধরে টানা দাবদাহ চলছে। নদী-নালা, খাল-বিল, পুকুর শুকিয়ে গেছে। পানির স্তর নেমে যাওয়ায় পানি উঠছে না অগভীর নলকূপ ও সেচ পাম্পে। তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠছে। মাঠে রোদে পুড়ে কৃষকের ফসল নষ্ট হচ্ছে। শ্রমজীবীমানুষ রোদে বেশিক্ষণ কাজ করতে পারছেন না। এমন পরিস্থিতিতে তাঁরা বৃষ্টির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার আয়োজন করেছেন।
(এমএজে/এএস/এপ্রিল ২৯, ২০২৪)