বাগেরহাট প্রতিনিধি : বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে নৌবাহিনীর সদস্যদের হাতে একটি ফিশিং ট্রলারসহ ১২ ভারতীয় জেলেকে মঙ্গলবার বিকালে মংলা থানায় সোপর্দ করা হয়েছে ।

মংলা পুলিশ জানায়, মংলা বন্দর থেকে প্রায় ১শ ৫০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে এলাকায় সোমবার বিকেলে অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকার করছিল ভারতীয় জেলেরা। এসময় ওই এলাকায় টহলরত নৌবাহিনীর জাহাজ বিএনএস কর্ণফুলি’র সদস্যরা এফবি হীরালাল নামের ভারতীয় একটি ট্রলারসহ ১২ জেলেকে আটক করে।

আটক ১২ জেলেদের বাড়ী ভারতের উত্তর ও দক্ষিণ-চব্বিশ পরগোনা জেলায়। বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ ও মাছ শিকারের অভিযোগে আটক ১২ জেলেকে এখনো বিএনএস মংলা নৌঘাটিতে নিয়ে আসা হয়। মঙ্গলবার ভারতীয় এসব জেলেদের বিএনএস মংলা নৌঘাটিতে আনার পর বিকালে মংলা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

(একে/এএস/নভেম্বর ১৮, ২০১৪)