বগুড়া প্রতিনিধি : ন্যাশনাল এগ্রিকেয়ার পুলিশ সুপার কাপ আন্ত:উপজেলা ভলিবল টুর্ণামেন্ট’র উদ্বোধনী খেলায় সোনাতলা উপজেলা জয়ী হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে উদ্বোধনী খেলায় কাহালুকে ২-১ সেটে পরাজিত করে সোনাতলা উপজেলা।  এর আগে ‘ন্যাশনাল এগ্রিকেয়ার পুলিশ সুপার কাপ আন্ত: উপজেলা ভলিবল টুর্ণামেন্ট-২০১৪’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।

বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ এর পৃষ্ঠপোষকতায় আলতাফুন্নেছা খেলার মাঠে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জ’র অতিরিক্ত ডিআইজি এম খুরশীদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস, ন্যাশনাল এগ্রিকেয়ার গ্র“প এর ব্যবস্থাপনা পরিচালক কেএসএম মোস্তাফিজুর রহমান সিআইপি। বগুড়া পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাউন্ড্রি ওনার্স এসোসিয়েশন সভাপতি আইনুল হক সোহেল, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সায়ফুজ্জামান ফারুকী, আব্দুল ওয়ারিশ, ফারুক হোসেন, মুনিরা সুলতানা, বগুড়া সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা আব্দুর রহিম, বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজির আহমেদ খান, উজ্জল কুমার রায়, সদর উপজেলা আ’লীগের সভাপতি চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাছুদুর রহমান মিলন, সহ সভাপতি শহিদুল ইসলাম, খাজা আবু হায়াত হিরু, যুগ্ম সম্পাদক শুভাশীষ পোদ্দার লিটন, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল। কাহালু উপজেলা দলকে উৎসাহ দিতে মাঠে এসেছিলেন কাহালু উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওঃ তায়েব আলী ও পৌর মেয়র হেলাল উদ্দিন কবিরাজ। খেলা পরিচালনা করেন প্রাক্তন ভলিবল খেলোয়ার নুরুল আলম টুটুল, তাকে সহযোগিতা করেন রফিকুল ইসলাম। উদ্বোধনী খেলায় সোনাতলা উপজেলা দল ২-১ সেটে কাহালু উপজেলা দলকে পরাজিত করে।

(এএসবি/এএস/নভেম্বর ১৮, ২০১৪)