রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মো. হিরু মুন্সী জানিয়েছেন, ‘আমি যতদিন বেঁচে থাকবো জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানুষের সেবা করে যাবো।’

তিনি জানান, আমি দীর্ঘদিন যাবত আমার এলাকার মানুষের পাশে থেকে সেবা করেছি। আমার প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি, করোনাকালীন সময় নিজে করোনাকে পরোয়া না করে ৫ হাজারেরও বেশি পরিবারকে বাড়িতে বাড়িতে গিয়ে চাল, ডাল, তেল, নুন সহ নানা ধরনের নিত্যপন্য পৌঁছে দিয়ে সাহায্য সহযোগিতা করেছি। শীতে গবীর অসহায় মানুষকে শীতবস্ত্র দিয়েছি, নিজে লিস্ট করে এলাকার ১০ হাজারের বেশি পরিবারকে প্রতিবারের মত এবার ঈদুল ফেরতেও শাড়ি-লুঙ্গি দিয়েছি, ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছি।’

আজ শনিবার উত্তরাধিকার ৭১ নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

হিরু মুন্সী জানান, ‘ফরিদপুর-১ আসনের উন্নয়নের উপকার মাননীয় মন্ত্রী মো. আব্দুর রহমান আমার অভিভাবক এবং নেতা। তিনিই শিখিয়েছেন কিভাবে এলাকার গরীব দুঃখী মানুষের পাশে থাকতে হয়। তাঁকেই আমার পথ পদর্শক মেনে আমি নিজেকে উৎসর্গ করেছি এলাকার আপামর জনগণের জন্য।’

হিরু মুন্সী আরও জানান, আমি ২০০৯ সালে বোয়ালমারী উপজেলার চেয়ারম্যান হিসেবে নির্বাচন করে হেরেছিলাম। কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হইনি। আমি নির্বাচনে হারার পর থেকে আজ পর্যন্ত জনগণের পাশে ছিলাম, আছি এবং আজীবন থাকবো।’

তিনি বলেন, দীর্ঘদিন জনগণের সেবা করার পর এখন মনে হয়েছে জনগণ আমাকে চায়, ‘তাঁদের চাওয়াতেই তাই আমি এবার বোয়ালমারী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। আমি দীর্ঘদিন যাবত জনগণের সাথে কাজ করতে করতে তাদেরই একজন হয়ে গেছি। যখন কেউ জনগণের সাথে গভীর সম্পর্ক স্থাপন করে ফেলে, তখন তাকে কেউ নির্বাচনে হারাতে পারে না।’

সুষ্ঠু ভোট হলে এবার বোয়ালমারী উপজেলা এলাকার ৮০% জনগণ তার পক্ষে রায় দিবেন বলে বিশ্বাস করেন হিরু মুন্সী।

এক প্রশ্নের জবাবে হিরু মুন্সী বলেন, ‘আমি কাউকে দুর্বল প্রতিদ্বন্দ্বী ভাবি না। তবে বর্তমান চেয়ারম্যানের সাথে আমার কিছুটা প্রতিদ্বন্দ্বীতা হতে পারে! তবে, জনরায়ে আমিই বিপুল ভোটে জয়লাভ করবো, ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, আগামী ৫ ই জুন তারিখে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের বহু আগে থেকেই জনসংযোগ করে আসছেন হিরু মুন্সী। তিনি এবার বোয়ালমারী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তুমুল আলোচনায় আছেন।

হিরু মুন্সী আশা করেন এবার উপজেলা নির্বাচনে বোয়ালমারীর জনগণ তাকে বিপুল ভোটে বিজয়ী উপজেলার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করবে। তিনি নির্বাচিত হলে ফরিদপুরের মন্ত্রী ও ফরিদপুর-১ সংসদ সদস্য মো. আব্দুর রহমানের সাথে সমন্বয় করে এবং তাঁর রূপকল্প ও সহযোগিতায় বোয়ালমারী উপজেলাকে একটি উন্নত ও স্মাট উপজেলা হিসেবে গড়ে তুলবেন বলে জানিয়েছেন মো. হিরু মুন্সী।

(আরআর/এসপি/মে ০৪, ২০২৪)