শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে মিরাজুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৪ মে) দুপুরে ফুলপুর-হালুয়াঘাট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিরাজুল ইসলাম (৩৫) উপজেলার মইশাউন্দা গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।

জানা গেছে, শনিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কুড়িয়ার ব্রীজ নামক স্থানে একটি ইট বোঝাই হ্যান্ড ট্রলির সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মোটরসাইকেল চালক মিরাজুল ঘটনাস্থলেই মারা যান। এবং মোটরসাইকেল আরোহী সুশান্ত (২৫) গুরুতর আহত হন। আহত সুশান্তকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ বিষয়ে ফুলপুর থানার সেকেন্ড অফিসার মেহেদী হাসান সুমন জানান, লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

(এসআই/এসপি/মে ০৪, ২০২৪)