বগুড়া প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক, অধ্যাপক ড.একেএম শফিউল ইসলাম লিলনের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোনাতলায় শোক র‌্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে কলেজ টিচার্স এ্যাসোসিয়েশন ও সোনাতলাবাসীর উদ্যোগে প্রতিবাদ সভা শেষে উপজেলা নির্বাহি কর্মকতার নিকট প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন নেতৃবৃন্দ। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সোনাতলা উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. হাবিবুর রহমান, সরকারী নাজির আখতার কলেজের অধ্যক্ষ শায়খ মোহাম্মদ নজরুল ইসলাম, অধ্যাপক রফিকুল আলম বকুল, মহসিন আলী তাহা, অধ্যক্ষ আব্দুল মালেক, নিহত অধ্যাপকের ছোট বোন ওয়াসিম রুমানা লিপি ও পুত্র সৌমিন শাহরিদ জেভিন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক আব্দুল হামিদ মন্ডল,কলেজ টিচার্স এসোসিয়েশনের আহ্বায়ক এটিএম গোলাম রকিব, অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ, শহিদুল বারী খাঁন রব্বানি, তাহেরুল ইসলাম তাহের, টফি সরকার, সালাহ্উদ্দিন মানু, তরিকুল ইসলাম স্বপন,শরিফুল ইসলাম খাঁন নিপু, রাজ্জাকুল ইসলাম, আব্দুল মোত্তালিব ফরিদ, ছানাউল ইসলাম রিজু সোনাতলা থিয়েটারের সভাপতি নিপুন আনোয়ার কাজল, দুর্জয় সাহিত্য গোষ্ঠী’র সভাপতি প্রভাষক ইকবাল কবির লেমন, সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম উজ্জ্বল, ফিদা হাসান খান টিটো, ফরহাদ হোসেন জুয়েল, মশিউর রহমান মাসুম, আবু মান্নাফ খাঁন সৈকত, আওরঙ্গজেব রিকো ও মেহেরুল ইসলাম প্রমূখ। পরে স্থানীয় পিটিআই মোড়ে অল্টারনেটিভ ইয়্যুথ ফোরামের উদ্যোগে আরেকটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভা থেকে অবিলম্বে মেধাবি শিক্ষক হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

(এএসবি/এএস/নভেম্বর ১৮, ২০১৪)