শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের চার উপজেলায় অবশেষে দেখা মিলল কাঙ্ক্ষিত এক পশলা বৃষ্টির। এতে জনজীবনে ফিরেছে স্বস্তি।

টানা একমাস তীব্র তাবপ্রবাহের পর এই বৃষ্টিতে জনজীবনে কিছুটা হলেও স্বস্তি এসেছে হাকিমপুর, নবাবগঞ্জ,ঘোড়াঘাট ও বিরামপুর উপজেলায় হয়েছে বৃষ্টি। তবে হাকিমপুর-হিলিতে প্রায় আধাঘন্টা ব্যাপি বৃষ্টি হয়েছে।

এতে অনেকে শীতল অনুভব করেছেন। আবার কেউ গা ভাসিয়েছেন বৃষ্টিতে।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে ফোটা ফোটা বৃষ্টি পড়তে দেখা যায় হাকিমপুর হিলিতে। তবে আশে পাশে বিরামপুর,ঘোড়াঘাট ও নবাবগঞ্জ উপজেলায় হয়েছে এক পশলা বৃষ্টি। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১০ টা) গুড়ি গুটি বৃষ্টি চলছিল এই তিনটি উপজেলায়। হিলিতে আধাঘন্টা স্থায়ী ছিল বৃষ্টিপাত । রাত ৮ টায় থেমে যায় বৃষ্টি।

আবহাওয়ার পূর্বাভাস এবং অনুমান করা যাচ্ছিল বৃষ্টির সম্ভাবনা। তাই তপ্ত দুপুর যেন বিকালের পর নমনীয় হয়ে আসে। আকাশে কিছুটা মেঘ জমে থাকলেও দীর্ঘ সময়ের পর অর্থ্যাৎ সন্ধ্যা গড়িয়ে আসলে হঠাৎ শুরু এক পশলা বৃষ্টি। হিলিতে প্রথমে ২/৪ ফোটা শুরু হলেও কিছুক্ষণ পর ঘন বৃষ্টি শুরু হয়। তবে কিছুটা হলেও যেন জনজীবনে স্বস্তি এসেছে এটা অস্বীকার করার কিছু নেই। সঙ্গে মেঘের ডাকাডাকিও শোনা গেছে।

আধাঘন্টার এই বৃষ্টিতে তীব্র তাপপ্রবাহ থেকে স্বস্তি আর ধূলা থেকে খানিকটা মুক্তি পেয়েছেন বন্দরনগরী হিলি বাসী।

প্রসঙ্গত, দিনাজপুরের ১৩টি উপজেলার মধ্যে চারটিতে বৃষ্টির মুখ দেখা গেলেও ৯ টিতে নেই কোন বৃষ্টির পূর্বাভাস।

(এসএএস/এএস/মে ০৫, ২০২৪)