সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ায় শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার উপজেলা পরিষদের হল রুমে ৫০ জন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অংশগ্রহণে কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক রেবেকা খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা খাদ্য কমর্কতা ফারাজানা ইয়াসমিন সোনিয়া।

উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন- উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, সিনিয়র শিক্ষক মো. ফিরোজ মিয়া, নজরুল ইসলাম, মুসলিমা খাতুন সুইটি প্রমুখ।

(এসকেডি/এসপি/মে ০৫, ২০২৪)