সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : স্থানীয় জনতা, অটোরিকশা চালক ও বাজারের ব্যবসায়ীরা খানাখন্দে ভরা বেখৈরহাটী বাজারের পশ্চিমাংশে একটি রাস্তা সংস্কার করে দেওয়ার জন্য দাবি তুলেন মোহাম্মদ মিজানুর রহমানের কাছে। মোহাম্মদ মিজানুর রহমান আসন্ন কেন্দুয়া উপজেলা পরিষদ নির্বাচনে একজন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। শুক্রবার বিকালে তিনি গিয়েছিলেন কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়ের বেখৈরহাটী বাজারে জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করতে। বাজারের পশ্চিম অংশে ২০০ ফুটের মতো রাস্তা খানাখন্দে ভরা। এখানে প্রতিদিনই ঘটে কোন না কোন দূরঘটনা। পথচারি ও অটোরিক্সা চালকরা একত্রিত হয়ে মোহাম্মদ মিজানুর রহমান মিজানকে পেয়ে বলেন ভোট পরে আগে আমাদের রাস্তা করে দিন। কারণ নির্বাচনের আগে সবাই রাস্তা ঘাট ব্রিজ খালর্বাটসহ নানা রকম উন্নয়ন কাজের আশ্বাস দেন। কিন্তু নির্বাচনে পাশ করলে বা ফেইল করলে পরে আর তাকিয়েও দেখেন না। তাদের দাবির প্রেক্ষিতে মিজানুর রহমান বলেন, আমি আপনাদের দোয়া  ও সহযোগিতা চাই। সেই সাথে দাবি করি যোগ্য প্রার্থী দেখে ভোট দেবেন। আমি আগামী কাল শনিবারই আপনাদের রাস্তাটি নিজস্ব টাকা দিয়ে সংস্কার করে দেবো। 

জানা যায়, শনিবার বিকালে মিজান ট্রাক দিয়ে ইট, সুকরি, বালু ও শ্রমিক নিয়ে উপস্থিত হন বেখৈরহাটী বাজারে। সেখানে তিন ঘণ্টা সময় ব্যয় করে প্রায় ২০০ ফুটের মতো ভাঙ্গা চুড়া রাস্তা সংস্কার করে দেন। এই রাস্তা সংস্কারের ফলে বাজারের ব্যবসায়ী, অটো রিক্সা চালক ও পথচারীরা খুব খুশি।

এ প্রসঙ্গে বেখৈরহাটী বাজারের ঔষধ ব্যবসায়ী গ্রাম্য চিকিৎসক শফিকুল ইসলাম শফিক বলেন, শুক্রবার বাজারের ব্যবসায়ী ও জনগণ রাস্তা সংস্কারের জন্য দাবি করেন, আর মিজান ভাই শনিবার দিন বিকালেই নিজের টাকা খরচ করে রাস্তা সংস্কার করে দিয়েছেন। অর্থাৎ তিনি কথা দিয়ে কথা রেখেছেন। এজন্য তাকে বাজারের লোকজনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

দলপা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাসুদুর রহমান হেবলু বলেন, সাময়িক সময়ের জন্য জনগণ উপকৃত হবে এই রাস্তাটি সংস্কার করে দেওয়ার জন্য। এজন্য মিজান ভাইকে ধন্যবাদ জানাই।

জানতে চাইলে মোহাম্মদ মিজানুর রহমান মিজান বলেন, আমি হিমালয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। নেত্রকোণা জেলা আওমীলীগের উপদেষ্ঠা। নিজের ইট ভাটা ও বালি সবই আছে তাই জনগণের সাথে দেওয়া ওয়াদা একদিনের মধ্যে পূরণ করেছি। লক্ষাধিক টাকা খরচ হলেও আমি খুব আনন্দ পাচ্ছি।

তিনি বলেন, আমি একজন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীও। জনগণ ভোট কাকে দেবেন সেটা তাদের বিষয়। আমি মনে করি, আমার ভোট আমি দেবো যোগ্য প্রার্থীকে ভোট দেবো এই শ্লোগানে আমি বিশ্বাসী।

(এসবি/এসপি/মে ০৫, ২০২৪)