নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মুন্সী নজরুল ইসলাম এর নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ মে) বিকাল ৫ টায় মল্লিকপুর ইউনিয়নের পাচুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বীর মুক্তিযোদ্ধা নড়াইল জেলা পরিষদের সদস্য ও মল্লিকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ শামসুল আলম কচির সভাপতিত্বে ও গোলাম মোর্তজা মোল্লার পরিচালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শিকদার মোস্তফা কামাল, সাবেক চেয়ারম্যান মোল্ল্যা মনিরুজ্জামান, আওয়ামীলীগ নেতা সলিমুল্লাহ পাপ্পু, সাবেক ইউপি সদস্য আকবর হোসেন লিপন, মল্লিকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিকদার রেজাউল করিম, ইউপি সদস্য মো: নুরুজ্জামান, টগর মেম্বার, ইউপি সদস্য পেন্টু মৃধা, ইউপি সদস্য এমদাদ, দুলাল আহমেদ ঠাকুর, আলামিন ঠাকুর, যুবলীগ নেতা রবিউল কবিরসহ প্রমুখ।

সভায় বক্তারা উপজেলা পরিষদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামকে দোয়াত- কলম মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। সভা শুরুর পূর্বে মল্লিকপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে মিছিল সহকারে কর্মী সমর্থকরা সভায় যোগদান করেন।

উল্লেখ্য, আগামী ২১ মে দ্বিতীয় ধাপে লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

(আরএম/এএস/মে ০৫, ২০২৪)