নবারুণ দাশগুপ্ত, টঙ্গীবাড়ী : মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে অজ্ঞাতনামা যুবকের জবাই করা লাশ উদ্ধার করল টঙ্গীবাড়ী থানার পুলিশ, ৫ মে রবিবার সকাল সাড়ে ৮টার সময় উপজেলার সোনারং গ্রামের লাল মসজিদ সংলগ্ন বাংলালিংক টাওয়ার এর  উত্তর পাশের সড়কে পড়ে থাকা অজ্ঞাতনামা যুবকের গলা কাটা লাশ স্থানীয়দের চোখে পড়লে অতঃপর ওখানে ভিড় জমলে টঙ্গীবাড়ী থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় অজ্ঞাত নামা যুবকের জবাই করা লাশের কোন পরিচয় সনাক্ত করতে না পেয়ে ওই যুবকের মৃতদেহটি থানায় নিয়ে আসে টঙ্গীবাড়ী থানার এস আই আল মামুন।

রবিবার সাড়ে ১২ টার সময় সরজমিনে টঙ্গীবাড়ী থানায় গিয়ে দেখা যায় অজ্ঞাতামা ওই যুবকের লাশ থানার গেটের সামনে অনেক লোক ভিড় জমাচ্ছে পরিচয় সনাক্ত করতে না পেরে অনেকেই ফিরে যাচ্ছে, এ সময় টঙ্গীবাড়ী থানার দায়িত্বরত ওসি তদন্ত মোঃ শফিউল আলম খান জানান সকাল ৯ টার সময় ওই যুবকের জবাই করা লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে এখনো পর্যন্ত নিহতের কোন স্বজন না আসাতে এখনো পর্যন্ত পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি তবে ধারণা করা হচ্ছে নিহত ওই যুবক অটো মিশুক চালক খুব সম্ভবত গতকাল রাতে অটো অথবা মিশুক গাড়ি ছিনতাই করে ওই যুবককে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা ।

(এনডি/এএস/মে ০৫, ২০২৪)