রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের বাইরে ভোট দিলে ভোটারদের প্রতিহত করার হুমকি দিয়েছেন আওয়ামীলীগ নেতা সাবেক এমপি ইঞ্জিনিয়ার মো. মোজ্জাফ্ফর হোসেন। অভিযোগ উঠেছে, এক ছাত্রসমাবেশে তিনি এ হুমকি দিয়েছেন।

ওই ছাত্র সমাবেশের তার দেওয়া ১মিনিট ৪ সেকেন্ড দীর্ঘ বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়েছে। এ নিয়ে ভোটাদের মাঝে আতংক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

রবিবার (৫ মে) সন্ধ্যা ৭টার দিকে ছাত্রলীগ আয়োজিত চেয়ারম্যান প্রার্থী বিজন কুমার চন্দের (মোটরসাইকেল প্রতীক) নির্বাচনী ছাত্র সমাবেশে সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের ছোনটিয়া কাচারি মাঠে সাবেক এমপি এ বক্তব্য দেন।

ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সদর (জামালপুর-৫) আসনের সাবেক সংসদ সদস্য ও বিজন কুমার চন্দ সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওই ছাত্র সমাবেশে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করীম রাব্বি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী বিজন কুমার চন্দ।

এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল হামিদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম জাফর ইকবাল জাফু, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজুসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে বিজন কুমার চন্দের পক্ষে বক্তব্য দেন।

ভাইরাল হওয়া সাবেক এমপি ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেনের ভিডিও ক্লিপটিতে বলতে শোনা যায়- ‘আমি বলতে চাই, বিজন বাবুকে ছাড়া তোমরা যদি আর কাউকে ভোট দেওয়ার চেষ্টা করো, তাহলে আমার ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ সর্বস্তরের জনগণ প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। তাই বলতে চাই আর দেরি নাই, আর মাত্র দুটে দিন আছে, এখনো সময় আছে আসো। আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে, আমাদের পিছে আসো। আমাদের সাথে ঐকবদ্ধ হও, বিজন বাবুর পিছে আসো। বিজন বাবুর মোটসাইকেল মার্কা ভোট দাও, তা না হলে মানুষ খাবার পারবে না। আবার চেয়ারম্যানগিরী করতে চাও, করতে পারবা যদি বিজন বাবু উপজেলার চেয়ারম্যান হয় তাহলেই পারবা। না হলে পারবা না। '

বক্তব্যের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের কাছে ইঞ্জিনিয়ার মো.মোজাফ্ফর হোসেন প্রথমে অস্বীকার করেন। পরে আমাদের কাছে বক্তব্যের ভিডিও আছে বললে, তিনি কথা এড়িয়ে যান।

এ বিষয়ে জামালপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার সাংবাদিকদের বলেন, 'বিষয়টি আমাদের নজরে এসেছে। এ ঘটনায় একটি অভিযোগও দিয়েছে কাপ পিরিচ প্রতীকের প্রার্থী এডভোকেট হাফিজুর রহমান স্বপন। বক্তব্য দেয়া ব্যক্তির বিরুদ্ধে কেনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেয়া হয়েছে মোজাফফর হোসেনকে।'

মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার আরো বলেন- 'এ ঘটনায় মোটরসাইকেল প্রতীকের প্রার্থী বাবু বিজন কুমার চন্দের প্রার্থিতা বাতিল করতে কেনো নির্বাচন কমিশন সচিবালয়ে পত্র প্রেরণ করা হবে না তা জানতে চেয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেয়া হয়েছে বিজন কুমার চন্দকে।'

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জামালপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৮মে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

(আরআর/এএস/মে ০৬, ২০২৪)