স্টাফ রিপোর্টার : বাস এবং ট্রেনের সংঘর্ষ হয়েছে বেশ অনেকবার। কিন্তু গত তিন দিন আগে রাজধানীর টিটিপাড়ায় বাস এবং ট্রেনের যে সংঘর্ষটি ঘটেছে এটি ছিল এক কথায় ভয়াবহ। দুর্ঘটনা ঘটেছে প্রায় তিন দিন পার হতে চললেও এখনো বাসচালকের পরিচয় শনাক্ত করতে পারেনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এমনকি বাসের মালিক কে সেটা পর্যন্ত জানা যায়নি এখন পর্যন্ত।

গত মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে নারায়ণগঞ্জ থেকে ঢাকার দিকে আসছিল একটি ট্রেন। ঠিক সে মুহূর্তে বলাকা পরিবহণের একটি বাস টিটিপাড়া লেভেল ক্রসিংয়ের উল্টা দিক দিয়ে পার হবার চেষ্টা করলে ট্রেনের মুখে পরে বাসটি। কয়েক সেকেন্ডের মধ্যেই বাসটি ধুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং পরে আরো একজনের মারা যান পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায়।

নিহতদের মধ্যে নাজমুল সাবা নাজুর (২৩) বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলায়। তিনি দিনাজপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের দফতর সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের সহ-সম্পাদক একেএম ওবায়দুর রহমানের স্ত্রী। অন্যদের মধ্যে একজনের নাম আল আমিন। বাকি দু’জনের পরিচয় জানা যায়নি।

ঘটনার দিনই বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে মানুষ হত্যার অপরাধে অজ্ঞাত বাসচালককে মামলায় আসামি করা হয়। ঘটনার দিন রাতেই রেলওয়ের উপসহকারী প্রকৌশলী আব্দুল মতিন মন্ডল মামলাটি করে।

ঘটনার তিন দিন পার হয়ে গেলেও এখনো ধরা-ছোয়ার বাইরে রয়ে গেছে ঘাতক বাসচালক।

(ওএস/এটি/মে ০২, ২০১৪)