শেখ ইমন, শৈলকুপা : ঝিনাইদহের শৈলকুপায় ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে অতর্কিত হামলায় মা ও ছেলে গুরুত্বর আহত হয়েছেন। গত রবিবার সন্ধায় উপজেলার মির্জাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত দু’জন সাধুখালী গ্রামের মোতালেব হোসেনের স্ত্রী কল্পনা খাতুন ও ছেলে ইমন হোসেন। বর্তমানে তারা শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

জানা যায়, বিকালে ওই গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছাগল ইমন হোসেনের ক্ষেতের ঘাস খেলে এ নিয়ে দু’জনের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে সন্ধায় ইমনের উপর অতর্কিত হামলা চালায় জাহাঙ্গীর হোসেন। তাকে আটকাতে গেলে তা মা কল্পনা খাতুনের উপরও হামলা চালানো হয়। আহত অবস্থায় এলাকাবাসী তাদেরকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হামলায় ইমন হোসেনের মাথা ও কল্পনা খাতুনের হাতে গুরুত্বর জখম হয়েছে। বর্তমানে তারা চিাকৎসাধীন আছেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম চৌধুরী জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

(এসআই/এসপি/মে ০৬, ২০২৪)