দীপক চন্দ্র পাল, ধামরাই : ঢাকার ধামরাইয়ে আশরাফ আলী (৫১) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় ধামরাই সদর ইউনিয়নের শরীফবাগ গ্রামে তার নিজস্ব বাসার দ্বিতীয় তলার কক্ষ থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন পুলিশ।

নিহত আশরাফ আলী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ধামরাই উপজলো পরিষদের সাবেক চেয়ারম্যান ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিনের ছোট ভাই এবং শরীফবাগ গ্রামের মহুম আফাজ উদ্দিনের ছেলে। তিনি ঢাকার ধানমন্ডির বাসায় স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে বসবাস করতেন এবং ধামরাইয়ে জমি কেনা-বেচার ব্যবসা করতেন।

পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত রবিবার সকালে আশরাফ আলী ঢাকার বাসা থেকে একাই ধামরাইয়ের শরীফবাগ নিজ গ্রামের বাড়ির দ্বিতীয় তলায় উঠেন। বাড়িতে আর কেউ ছিল না। মঙ্গলবার বিকেল ৫টার দিকে মন্জু নামে তার এক আত্মীয় ওই বাসায় গিয়ে জানালা দিয়ে কক্ষের ভেতর তার ঝুলন্ত লাশ দেখতে পান। এরপর খবর পেয়ে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) অসীম বিশ্বাস ঘটনাস্থল থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় মর্গে প্রেরণ করেন। তবে তার মৃত্যুর সঠিক কারণ কেউ বলতে পারেননি।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) অসীম বিশ্বাস জানান, বাসার দ্বিতীয় তলায় তার কক্ষের দরজা ভেঙ্গে আশরাফ আলীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ফুলে গন্ধ ছড়িয়ে পড়েছিল। সে নিজে আত্মহত্যা করেছে না অন্য কোন কারণে মারা গেছে তার সঠিক কারণ জানা যায়নি। তবে ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় তার স্ত্রী ফারজানা আক্তার রুপা বাদী হয়ে ধামরাই থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে জানতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য,ধামরাই উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান তমিজ উদ্দিনের সঙ্গে মুঠো ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

(ডিসিপি/এএস/মে ০৭, ২০২৪)