ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্ব পালন করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্স। আহত ইউএনওকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার সকাল ৬ টার দিকে শেরপুর সড়কের সিংহেশ্বর ইউনিয়নের হরিরামপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান এ সড়ক দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শেরপুর গামী ঝিনাইগাতী এক্সপ্রেসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে দুমড়েমুচড়ে যায় ঈশ্বরগঞ্জের ইউএনওর সরকারি গাড়ির সামনের অংশ। এ ঘটনায় ইউএনও গুরুতর আহত হন।

ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনিক কর্মকর্তা অনূপ কুমার শেঠ জানান, দুর্ঘটনায় ইউএনওর বাম হাত ভেঙ্গে গেছে। ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম জানান, নির্বাচনের দায়িত্ব পালন কালে এ দুর্ঘটনাটি ঘটেছে।

সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা আহত ইউএনওকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান। তারা হাসপাতাল কর্তৃপক্ষকে উন্নত চিকিৎসা প্রদান করার জন্য আহ্বান জানান। দুর্ঘটনার পর বাস চালক পলাতক রয়েছে।

(এন/এসপি/মে ০৮, ২০২৪)