শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে পোরজনা ইউনিয়নের চরাঞ্চলের খামারীদের নিয়ে গবাদি পশু ও হাস মুরগীর রোগ প্রতিরোধে করণীয় বিষয়ক এলাকা ভিত্তিক জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।

গত মঙ্গলবার দিন ব্যাপি উপজেলার জামিরতা ডিগ্রী কলেজে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা এফ,ডি,আই,এল’র মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডাঃ গোলজার হোসেন, সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাজহারুল আকন্দ, শাহজাদপুর থানার ওসি (তদন্ত) আব্দুল হাই, শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ আব্দুল হাই জামিরতা ডিগ্রী কলেজের অধ্যক্ষ হায়দার আলী, পোরজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম মুকুল প্রমুখ।

সভায় গরাদীপশুর সুচিকিৎসার জন্য উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরে যোগাযোগর জন্য বলা হয়।

(এআরপি /এসসি/নভেম্বর১৯,২০১৪):