সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় ফসল কর্তন ও এনএপিটি প্রকল্পের আওতায় রোপা আমন বীজ উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে উপজেলার ৪ নম্বর কলম ইউনিয়নের মির্জাপুর গ্রামে ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কলম ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল কবিরের সভাপতিত্বে এবং স্থানীয় উপ সহকারী কৃষি কর্মকর্তার পরিচালনায় খারাপ বীজ পরিহার, জৈব সারের ব্যবহার বৃদ্ধি ও পোকামাকড়ের হাত থেকে বীজ তলা এবং ধান ক্ষেত রক্ষার জন্য কৃষকদের বিভিন্ন ধরনের পরামর্শমূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ড. আলহাজ্ব উদ্দিন আহমেদ ও বিশেষ অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন।

এসময় উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা জয়নাল আবেদীন, প্রভাষক মামুনুর রশিদ মামুন সহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন। পরে মির্জাপুর গ্রামের কৃষক রনজু হোসেনের জমির ধান কর্তন করে মাড়াই শেষে পরিমাপ করা হয়।
অপর দিকে বেলা সাড়ে ১২টার দিকে ৮ নম্বর শেরকোল ইউনিয়নের খাগোরবাড়িয়া গ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

সেখানে স্থানীয় কৃষান কৃষানীদের তৈরি ৬টি বুথ পরিদর্শন শেষে এক সভায় স্থানীয় ইউপি মেম্বর রুহুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তারা। সভা শেষে কৃষিতে অগ্রণী ভূমিকা পালন,কৃষির মাধ্যমে সাবলম্বী হওয়া ৩জন কৃষান কৃষানীকে সনদ ও পুরস্কৃত করা হয়। এসময় ওই গ্রামের শতাধিক কৃষান কৃষানীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(এমএমএ/এএস/নভেম্বর ১৯, ২০১৪)