কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে পরীক্ষার কেন্দ্রে শিক্ষকের প্রক্সি দিতে এসে জেলা ছাত্রশিবিরের সাহিত্য বিষয়ক সম্পাদক ও উপজেলা শাখার সাবেক সভাপতি হাসিবুর রহমান (৩২) নামের এক ভূয়া শিক্ষককে ভ্রাম্যমাণ আদালত ২ বছরে কারাদন্ড প্রদান করেছে।

সে মিরপুর পৌরসভার সুলতানপুর মহল্লার মাওলানা আব্দুল আজিজ কাশেমীর ছেলে। বুধবার সকালে আমলা-সদরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৬নং কক্ষে আমলা-সদরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলামের পরিবর্তে তার শ্যালক হাসিবুর রহমান দায়িত্ব পালন করছিলো।

এ সময়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজাম মুনিরার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে বিচারক
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজাম মুনিরা পাবলিক পরীক্ষা সমূহ অপরাধে ১৯৮০ সালের ১০ ধারায় তাকে ২ বছরের কারাদন্ড প্রদান করেন।

শিক্ষক না হয়েও দুলা ভাইয়ের পরিবর্তে দায়িত্ব পালনের বিষয় সম্পর্কে জানতে চাইলে কেন্দ্র সচিব শাহাজ্জেল হোসেন জানান, শিক্ষক শফিকুল ইসলাম শারিরীক অসুস্থ থাকায় তার শ্যালককে ওই কক্ষ পরিদর্শকের দায়িত্ব দেয়া হয়েছিলো। এছাড়াও বিষয়টি সম্পর্কে তিনি পূর্ব থেকেই জ্ঞাত ছিলেন বলে স্বীকার করেন এবং সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য মুঠোফোনে সাংবাদিকদের অনুরোধ করেন।

কেন্দ্র সচিবের এহেন সিদ্ধান্তের কারণে এক যুবক কারা ভোগ করবে এমন ঘটনায় এলাকার সচেতন মহল এ অবৈধ কাজের পৃষ্ঠপোষনকারী কেন্দ্র সচিব শাহাজ্জেল হোসেনের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী করেন। এ সময়ে এসআই আব্দুল আলিম প্রমুখ উপস্থিত ছিলেন।


(কেকে/এসসি/নভেম্বর১৯,২০১৪)