কুষ্টিয়া প্রতিনিধি :কুষ্টিয়া জেলা প্রশাসনের ফেসবুকে শেয়ার করা সেই ১১০ বছরের বৃদ্ধা লক্ষ্মী রানী পেলেন বয়স্ক ভাতার কার্ড এবং সেই সাথে পেলেন কম্বল।

বুধবার বিকেলে কুমারখালী উপজেলা মিলনায়তনে ফেসবুক বন্ধুদের নিয়ে সোশ্যাল মিডিয়া আড্ডায় তার হাতে বয়স্ক ভাতার কার্ড তুলে দেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিটুল করিম নামের এক ফেসবুক ব্যবহারকারী জেলা প্রশাসকের ফেসবুক পেজে কমান্টস করার ফলে বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসে।
এসময় জেলা প্রশাসক তাৎক্ষনিক কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাকে বিষয়টি অবহিত করে।

কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব-উল ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথির ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। এসময় মোবাইল কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন দিকনিদের্শনা মূলক বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের কনসালটেন্ট মানিক মাহমুদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কুমারখালী পৌরসভার মেয়র সামসুছুজ্জামান অরুণ, কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তানজিলুর রহমান, ফেসবুক ব্যবহারকারী মিটুল করিম, ফারুখ খান, এম এ ওহাব প্রমুখ।


(কেকে/এসসি/নভেম্বর১৯,২০১৪)