মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের সিভিল সার্জন অফিস ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সোমবার ক্ষুদে ডাক্তার কার্যক্রম শুরু হয়েছে।

ক্ষুদে ডাক্তারদের মাধ্যমে বিদ্যালয়ের, ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মো. নূরুজ্জামান আহমেদ।

স্থানিয় পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ’উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. এস.এম. খলিলুজ্জামান হিমু, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক দিলওয়ারা বেগম। ক্ষুদে চিকিৎসক হিসেবে প্রাথমিকভাবে ১৮ জন শিক্ষার্থিকে মনোনীত করা হয়েছে।

(এএসএ/এএস/জানুয়ারি ২৭, ২০১৪)