স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, গুম ও খুনে সরকার জিরো টলারেন্স দেখাবে। এখানে ছাড় দেবার কোনো সুযোগ নেই। শুক্রবার বেলা ১২টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘চলমান রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এদেশে গুম-খুনের রাজনীতির জন্ম দিয়েছে বিএনপি অভিযোগ করে সুরঞ্জিত বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূল লক্ষ্য আইনের শাসন নিশ্চিত করা। আমরা চাই না গুম ও খুন হোক। গুম ও খুনের বিষয়ে প্রশাসন জিরো টলারেন্স প্রদর্শন করবে। যে বা যারা এ অপকর্মে জড়িত, তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।

বঙ্গবন্ধু একাডেমির উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মোজাফফর হোসেন পল্টু, হাজী মোঃ সেলিম প্রমুখ।

(ওএস/এইচআর/মে ০২, ২০১৪)